ফুলবাড়িয়া ও পূর্ব কেশবপুরে বিএনপির নির্বাচনী প্রস্তুতি পথসভা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলবাড়িয়া ও পূর্ব কেশবপুর এলাকায় বিএনপির উদ্যোগে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এক নির্বাচনী প্রস্তুতি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এ পথসভায় পত্তন ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী মোঃ জনি সরকারের নেতৃত্বে ধানের শীষ প্রতীক সম্বলিত সাদা গেঞ্জি পরিধান করে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের আগমনকে কেন্দ্র করে পথসভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের মতো ভোট ছাপিয়ে কিংবা জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণের রায়ে ক্ষমতায় আসতে চাই।”
তিনি আরও বলেন, “বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। সেই অচলাবস্থার অবসান ঘটানোর সময় এখন এসেছে। জনগণকেই তাদের ভোটাধিকার ফিরিয়ে নিতে হবে।”
ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “আপনার ভোট আপনার অধিকার। যাকে যোগ্য মনে করবেন, তাকেই ভোট দিয়ে বিজয়ী করুন।”
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
পথসভায় আরও বক্তব্য রাখেন পত্তন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী মোঃ জনি সরকার। তিনি বলেন, “এবার নতুন প্রজন্মের ভোট—ধানের শীষের পক্ষে হোক।”
তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে একজন আদর্শ ও সৎ মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, “ভোটের মাধ্যমে তাকে জয়ী করে প্রমাণ করতে হবে—আমরা ভালো মানুষকেই ভালোবাসি।”
নির্বাচনী প্রস্তুতি পথসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাছুম শাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য মোঃ মানিক সরকার।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ