ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে
নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে যে ভারত বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিবিড় নজরে রাখছে, তবে এটি বাংলাদেশের ঘরোয়া বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
হাইকমিশনের মুখপাত্র বলেন, “বাংলাদেশে বর্তমানে অবস্থা পরিবর্তনশীল ও বিকাশমান হওয়ায় বিষয়টি সতর্ক, নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণের দাবি রাখে।” বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক অনেক ঘটনাই ঘটতে পারে; তরুণ নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডও সে বাস্তবতাকেই সামনে এনেছে।”
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, ভারত সতর্ক নজর রাখলেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। সাম্প্রতিক বিক্ষোভে অংশ নেওয়া কিছু আন্দোলনকারী অভিযোগ করেছেন যে ভারতের ভূখণ্ডে বাংলাদেশের আগের সরকারের কয়েকজন সদস্য আশ্রয় নিয়েছেন; সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উল্লেখ করা হয়েছে।
What's Your Reaction?
আন্তর্জাতিক ডেস্কঃ