আলীকদমে বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ গ্রেপ্তার, সদর থানায় হস্তান্তর
আলীকদমে বিশেষ অভিযান চালিয়ে ‘ডেভিল হান্ট’ হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত ১২টা ৩৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত আলীকদম থানাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নজির মেম্বারপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলীকদম থানা পুলিশের পাশাপাশি বান্দরবান সদর থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
অভিযান চলাকালে বান্দরবান সদর থানার মামলা নং–০৫ (তারিখ: ২২/০৮/২০২৪) এর সন্দিগ্ধ আসামি মোঃ সরওয়ার আলম (৪৭) কে গ্রেপ্তার করা হয়। উক্ত মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারা, দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ (২য় অংশ) ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯৮০-এর ৩এ ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোঃ সরওয়ার আলম ৩নং নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। তিনি আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নজির মেম্বারপাড়ার বাসিন্দা।
গ্রেপ্তারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আলীকদম থানার এসআই মোঃ হারুন রশীদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আসামিকে বান্দরবান সদর থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
What's Your Reaction?
আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ