ফরিদপুরে প্রবাসী মেলা ও জব ফেয়ারের উদ্বোধন
ফরিদপুরে বৈধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে শুরু হয়েছে প্রবাসী মেলা ও জব ফেয়ার। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে এই মেলা ও জব ফেয়ারের আয়োজন করা হয়।
সকাল ৯ টায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে মেলা ও জব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে, আশ্বাস প্রকল্প ও এসডিএস-এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
মেলায় মোট ২৫টি স্টল অংশগ্রহণ করে। এসব স্টলে বিদেশে কর্মসংস্থানের সঠিক প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, প্রশিক্ষণ ও বৈধভাবে বিদেশ গমনের নিয়মকানুন সম্পর্কে আগত দর্শনার্থীদের বিস্তারিত তথ্য প্রদান করা হচ্ছে। এ সময় বক্তারা দালালচক্র এড়িয়ে সরকার অনুমোদিত নিয়মে বিদেশে যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি বৈধভাবে বিদেশগামীদের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
মেলায় অংশগ্রহণকারী স্টল সংশ্লিষ্টরা জানান, এই আয়োজনের মাধ্যমে আগ্রহীরা বিদেশে যাওয়ার সঠিক পথ সম্পর্কে ধারণা পাবেন এবং নিরাপদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এদিকে মেলা উপলক্ষে এসডিএস-এর উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্ধারিত মঞ্চে জনসচেতনতামূলক গান ও পথনাটক পরিবেশন করা হয়। এসব পরিবেশনার মাধ্যমে নিরাপদ অভিবাসন, দালালবিরোধী সচেতনতা ও প্রবাসী কল্যাণ বিষয়ে বার্তা তুলে ধরা হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।
প্রবাসী মেলা ও জব ফেয়ার ফরিদপুরের কর্মপ্রত্যাশী মানুষের জন্য একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ