সালথায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় সাড়ে ৬ লাখ টাকা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Nov 8, 2025 - 16:09
Nov 8, 2025 - 16:10
 0  5
সালথায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় সাড়ে ৬ লাখ টাকা

ফরিদপুরের সালথা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে এক কৃষকের বসতঘর ও ঘরের মালামাল। শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নকুলহাটি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আজম মোল্যা জানান, সকালে হঠাৎ ঘরে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে তার ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ সব মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সালথা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল জলিল বলেন, আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় কৃষক আজম মোল্যা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow