বোয়ালমারীতে বার্তা মডেল একাডেমিতে পিঠা উৎসবের আয়োজন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কুশাডাঙ্গা গ্রামের বার্তা মডেল একাডেমিতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। শনিবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে দেশীয় পিঠার বৈচিত্র্যময় প্রদর্শনী ছিল চোখে পড়ার মতো।
মেলায় কুলি পিঠা, ম্যারা পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, মালপোয়া সহ ৩৩ প্রকার পিঠা সাজানো হয় বিভিন্ন স্টলে। আয়োজকেরা জানান, বাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ও শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আশরাফুল আলম মামুন। শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট কোরবান আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বার্তা মডেল একাডেমির প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন, বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
What's Your Reaction?
এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ