মহান বিজয় দিবসে বিজয়নগরে উৎসবমুখর ‘বিজয় মেলা ২০২৫’
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘বিজয় মেলা ২০২৫’। এ উপলক্ষে আয়োজিত মেলায় কয়েক শতাধিক দর্শনার্থী ও কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মেলার প্রধান আকর্ষণ ছিল কৃষি উন্নয়ন বিষয়ক আলোচনা ও পরামর্শ সভা। এতে বিজয়নগর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষকদের জন্য কার্যকর দিকনির্দেশনা তুলে ধরেন।
আলোচনায় ধান চাষে পোকামাকড় দমন ও নিরাপদ রোপণ পদ্ধতি, বিভিন্ন জাতের সবজি চাষ কৌশল, বারো মাস ফলনযোগ্য কাঁঠাল চাষ, বাড়ির আঙিনা ও ছাদে সবজি উৎপাদনের কার্যকর উপায়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। এসব বাস্তবমুখী পরামর্শ শতাধিক কৃষকের মাঝে তুলে ধরা হলে তাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জিয়াউল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তিলোত্তমা রায়সহ অন্যান্য কর্মকর্তারা কৃষকদের উদ্দেশ্যে হাতে-কলমে পরামর্শ দেন এবং উন্নত কৃষি চর্চায় উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা জানান, উপজেলা কৃষি অফিসের নিয়মিত পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে তারা দীর্ঘদিন ধরে সফলভাবে ফসল উৎপাদন করে আসছেন। এর ফলে আগের তুলনায় দ্বিগুণ উৎপাদন সম্ভব হয়েছে বলে তারা উল্লেখ করেন। এতে কৃষকদের মধ্যে নতুন আশাবাদ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে।
মেলায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জিয়াউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তিলোত্তমা রায়, উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকীব, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ূন কবির ভুইয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরে আলম, উপসহকারী কৃষি অফিসার মো. আবদুল ওদুদ, নজরুল ইসলাম, মো. আশরাফুল আলম, জহিরুল ইসলাম, রায়হান উদ্দিন, মো. নাসির উদ্দিন, সাবিকুন্নাহার কলি, মো. রবিউল আলম, সবুজ হোসাইন, তথ্য সেবা কর্মকর্তা বান্টি রানি সূত্রধর, তথ্য সেবা সহকারী জান্নাতুল ফেরদাউস, প্রজেক্ট সুপারভাইজার শেখ আরজিনা প্রমুখ।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ