ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার পরিদর্শনে এডিএম মুরাদ

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Sep 11, 2025 - 23:11
 0  3
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার পরিদর্শনে এডিএম মুরাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুরাদ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান ও জেলার কামরুল ইসলাম। এসময় তিনি কারাগারের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং কারারক্ষীদের খোঁজখবর নেন।

কারা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রায় ১ হাজার ৬৬৫ জন বন্দি রয়েছে। এসময় জেল সুপার এডিএম মুরাদকে বন্দিদের দৈনন্দিন জীবনযাত্রা, চিকিৎসা ও খাদ্যব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

এডিএম মুরাদ কারা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি কারা পরিবেশের উন্নয়ন ও বন্দিদের সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow