আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান: ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Dec 18, 2025 - 11:41
 0  2
আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান: ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩

আশুলিয়ায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ৮০ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় অভিযানস্থল থেকে চোলাই মদ উৎপাদনের প্রায় ২ হাজার ২০০ লিটার কাঁচামাল এবং অপরাধমূলক তথ্য সংবলিত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শাতাইশ কান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—শাতাইশ কান্দি এলাকার মিসেস শেফালি রানী মণ্ডল (৩৮), প্রেম কুমার বড়ুয়া (৫০) ও মোঃ রাকিব (২৯)।

সেনাবাহিনী সূত্র জানায়, অবৈধ চোলাই মদ উৎপাদন ও সংরক্ষণের গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ বীর, জামগড়া আর্মি ক্যাম্পের একটি সেনা দল দায়িত্ব পালন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ জন সদস্য অভিযানে অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে আইনগত কার্যক্রম তদারকি ও নির্দেশনা প্রদান করেন।

অভিযানকালে শাতাইশ কান্দি এলাকা থেকে অবৈধভাবে উৎপাদিত ও মজুত করা ৮০ লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরির জন্য ব্যবহৃত প্রায় ২ হাজার ২০০ লিটার কাঁচামাল এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্যসম্বলিত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে চোলাই মদ উৎপাদন ও বিতরণের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় সেনাবাহিনী এলাকা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।

বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আটক ব্যক্তিদের এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow