সদরপুরে মেয়াদোত্তীর্ণ সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
ফরিদপুরের সদরপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ সার বিক্রির দায়ে একটি সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে সদরপুর উপজেলার সাড়ে সাত রশি বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ সার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব নিটুল রায়।
এ সময় জব্দকৃত সার বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ