সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ইয়াং টাইগারস ক্লাবের দাপুটে জয়
ফরিদপুরে অনুষ্ঠিত সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিয়েছে ইয়াং টাইগারস ক্লাব। বুধবার বিকেলে মহিম স্কুলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা প্রতিপক্ষ ক্রিকেট ফর এভারকে বড় ব্যবধানে পরাজিত করে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ক্রিকেট ফর এভার নির্ধারিত ১৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। ইয়াং টাইগারস ক্লাবের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে তারা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়।
জবাবে ব্যাট করতে নেমে ইয়াং টাইগারস ক্লাব শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। মাত্র ৮ ওভারে ১ উইকেট হারিয়ে তারা লক্ষ্যে পৌঁছে যায় এবং ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে।
ম্যাচে অসাধারণ বোলিং নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইয়াং টাইগারস ক্লাবের বোলার বাবু। তিনি ৪ ওভার বল করে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন ফরিদপুর জেলার সিনিয়র খেলোয়াড় শামস সেন্টু।
উল্লেখ্য, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার স্পন্সর করছে ‘পিংক’, যার প্রোপ্রাইটর সাইফুল ইসলাম হৃদয়।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ