আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার বাইপাইল বুড়িরবাজার রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ শিমুল খান (২৬) ও মোঃ সাদ্দাম হোসেন (৩৫)। শিমুল খানের গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার তেজ দাশকাঠি এলাকায় এবং সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেষপুর উপজেলার হুদা-শ্রীরামপুর গ্রামে। তারা উভয়েই আশুলিয়ার বাইপাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আশুলিয়ার বাইপাইল বুড়িরবাজার রোডের ডায়মন্ড মোড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ১৭ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে উক্ত স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শিমুল খান ও সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ঢাকা জেলা ডিবি উত্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






