পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পিরোজপুর জেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদারকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আকরাম আলী মোল্লাকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের কর্মরত আরও ১১ জন সিনিয়র ও সক্রিয় আইনজীবীকে সদস্য করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—এ্যাড. আবুল কালাম আকন, এ্যাড. সৈয়দ সাব্বির আহম্মদ, এ্যাড. ফিরোজ খান বাবু, এ্যাড. নুরুল ইসলাম সরদার শাহজাহান, এ্যাড. মুজিবুর রহমান হাওলাদার, এ্যাড. সাইফুল ইসলাম, এ্যাড. মামনুল হাসান সেন্টু, এ্যাড. ওয়াহিদ হাসান বাবু, এ্যাড. মো. নিয়াম হাসানাত, এ্যাড. মিজানুর রহমান এবং এ্যাড. রোজ-ই-রাব্বি সানি।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২২ জুলাই) এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
What's Your Reaction?






