ফরিদপুরে স্কুল মাঠ রক্ষায় পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মার্কেট নির্মাণের উদ্যোগের প্রতিবাদে এবং পাঁচ দফা দাবি আদায়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ঢাকা-যশোর মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে। এতে রাস্তার উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, তবে শিক্ষার্থীরা মানবিক বিবেচনায় অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেয়নি।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটি মাঠের পাশের খালি জায়গায় মার্কেট নির্মাণের নামে দোকান বরাদ্দের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে স্কুলের জায়গায় দুটি মার্কেট থাকলেও মাঠ ঘেঁষে নতুন মার্কেট নির্মাণের পরিকল্পনায় শিক্ষার্থীদের খেলাধুলা ও ভবিষ্যতে গ্যালারি নির্মাণে সমস্যার আশঙ্কা দেখা দিয়েছে।
শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন—মাঠ দখল করে মার্কেট নির্মাণ বন্ধ করতে হবে, বর্তমান কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দিতে হবে, মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে, শিক্ষার মান উন্নয়নে পদক্ষেপ নিতে হবে এবং শিক্ষকদের প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে।
সকালে আন্দোলনের খবর পেয়ে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মার্কেট নির্মাণ না করার আশ্বাস দেন। তখন শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহারের প্রস্তুতি নিলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ সেখানে উপস্থিত হয়ে কথা বলার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, তিনি একজন শিক্ষার্থীর উপর হাত তোলার চেষ্টা করলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে এবং সড়কে নেমে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোতোয়ালী থানার ওসি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে ইউএনও জানান, মার্কেট নির্মাণের আবেদন স্থগিত রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।
বিদ্যালয় কমিটির সভাপতি ইউসুফ জানান, বিদ্যালয়ের আয় বৃদ্ধির লক্ষ্যে মাঠের পাশের ফাঁকা জায়গায় মার্কেট নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। এতে খেলাধুলার কোনও সমস্যা হবে না—এই নিশ্চয়তা নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীরা যদি এটি না চায়, তাহলে মার্কেট নির্মাণ করা হবে না বলে তিনি জানান। পাশাপাশি তিনি দাবি করেন, শিক্ষার্থীদের কেউ তার গায়ে হাত তোলার অভিযোগ সত্য নয়।
What's Your Reaction?






