আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউট ও সিএমএইচে বিমান বাহিনী প্রধান

ঢাকার আকাশে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান। মঙ্গলবার (২২ জুলাই) তিনি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, “আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সরকার সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে এবং এই সহায়তা ভবিষ্যতেও চলমান থাকবে।” পাশাপাশি তিনি আহতদের পরিবারকে সাহস জুগিয়ে বলেন, বাংলাদেশ বিমান বাহিনী সবসময় তাঁদের পাশে থাকবে।
বিমান বাহিনী প্রধান নিহতদের পরিবারের প্রতিও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, তাঁর নির্দেশনায় দুর্ঘটনার শুরু থেকেই বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা, চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি আহতদের জরুরি চিকিৎসা সহায়তার জন্য বিমান বাহিনী ২৪ ঘণ্টা কার্যকর বিশেষ সমন্বয় সেল গঠন করেছে, যা রক্তদানসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ বিমান বাহিনী এই শোকের সময় হতাহত পরিবারের পাশে থেকে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
What's Your Reaction?






