বিজয়নগরে এসএসসি ও এইচএসসি পর্যায়ের ৪০ মেধাবী শিক্ষার্থী সংবর্ধিত

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Jul 24, 2025 - 00:20
 0  3
বিজয়নগরে এসএসসি ও এইচএসসি পর্যায়ের ৪০ মেধাবী শিক্ষার্থী সংবর্ধিত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস স্কিম, এসইডিপি প্রজেক্টের আওতায় এসএসসি ও এইচএসসি পর্যায়ের বৃত্তি প্রাপ্তদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

২৩ জুলাই বুধবার বিজয়নগর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রজেক্টের রিসোর্চ অফিসার ড. গৌতম কুমার রায়, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন। 

ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমরান খাঁন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ এর অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, মনতলা শাহজালাল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি আবু ইউছুফ ভূঁইয়া, মিরাশানী পলিটেকনিক একাডেমি সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু, বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আজিজুল রহমান, মোহাম্মদপুর মাদ্রাসার সভাপতি এডঃ মনিরুজ্জামান, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য মুন্সি আসাদুজ্জামান, সংবর্ধিত ছাত্রছাত্রীর পক্ষে তোহা চৌধুরী ও মাইশা জান্নাত।

এসময় জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মোঃ জিসান আহমেদ, জেলা প্রশিক্ষণ সমন্বয়ক রাশিদা আক্তার পিংকি, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএসসি ও এইচএসসি ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে পরীক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি ৪০ জন কে ক্রেস, সার্টিফিকেট ও নগদ টাকা পুরস্কৃিত করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow