মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারকে তাঁর বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে প্রেসক্লাব মহম্মদপুর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে প্রেসক্লাবের নিজস্ব সম্মেলন কক্ষে এক আবেগঘন পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি ও দৈনিক খবরের আলোর নির্বাহী সম্পাদক আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যায়যায়দিন পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক এস. আর. এ. হান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজের অনুভূতি ব্যক্ত করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। তিনি মহম্মদপুরে তাঁর কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদনাম আকিফ, অবজারভার পত্রিকার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. মাসুদ রানা, দৈনিক লোকসমাজের প্রতিনিধি মো. তরিকুল ইসলাম, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান পলাশ, মানবজমিন পত্রিকার প্রতিনিধি মাহামুদুন নবী এবং ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি মো. রাসেল পারভেজ।
বক্তারা বিদায়ী ইউএনও'র কর্মদক্ষতা, সততা ও সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে প্রেসক্লাব মহম্মদপুরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শাহীনুর আক্তার সম্প্রতি যশোর জেলার চৌগাছা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ