রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে র্যাব পরিচয়ে মুরগি বোঝাই ভ্যান ছিনতাই

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে মঙ্গলবার ভোররাতে (২১ অক্টোবর) র্যাব পরিচয়ে সন্ত্রাসী একটি মুরগি বোঝাই কাভার্ড ভ্যান ছিনতাই করেছে। ঘটনা ঘটেছে ভোর ৪টার দিকে পাংশা মৈশালা বাসষ্ট্যান্ডের সামনে।
জানা গেছে, কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল একটি মুরগি বোঝাই কাভার্ড ভ্যান। হঠাৎ পথের পাশে র্যাবের পোশাক পরা ১৪ জন সন্ত্রাসী ভ্যানটি থামাতে বাধ্য করে। ডাকাতরা নিজেদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য পরিচয় দিয়ে ভ্যানটি রুখে দেয়।
কাভার্ড ভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-দ ১১-৭৯৯৭, প্রস্তুতকারক এএসআই কোম্পানি (ACI), মডেল ফোটন, রঙ নীল। ভ্যানটিতে চালকসহ তিনজন আরোহী ছিলেন।
সন্ত্রাসীরা ভ্যানের চালক ও আরোহীদের মুখ ও হাত কস্টেপ দিয়ে বেঁধে ফেলে। এরপর তিনজনকে একটি প্রাইভেটকারে তুলে রাজবাড়ীর দিকে নিয়ে যাওয়া হয় এবং ভ্যানটিও সঙ্গে নিয়ে যায়। পরে রাজবাড়ী এলাকায় ভ্যানটি ফেলে রেখে অপহৃত তিনজনকে কুষ্টিয়া জেলার ভাদালিয়া মোড় এলাকায় ছেড়ে দেয় ডাকাত চক্র।
ভ্যানের মালিক হাসানুজ্জামান জানান, মুরগি নিয়ে ঠাকুরগা থেকে ফরিদপুর যাওয়ার পথে পাংশা এলাকায় এই ঘটনা ঘটে। তিনি এবং তার সঙ্গে থাকা আরোহীরা কুষ্টিয়া সদর থানায় অভিযোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন জানান, ঘটনার অভিযোগ কুষ্টিয়া থানায় দাখিল করা হবে এবং তদন্ত শুরু করা হয়েছে।
What's Your Reaction?






