ফরিদপুরে ফ্যাসিস্টদের পুনর্বাসনের প্রতিবাদে মহানগর কৃষক দলের মশাল মিছিল

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 21, 2025 - 18:49
 0  3
ফরিদপুরে ফ্যাসিস্টদের পুনর্বাসনের প্রতিবাদে মহানগর কৃষক দলের মশাল মিছিল

ফরিদপুর-৩ আসনের সদর উপজেলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদে সোমবার রাতে মহানগর কৃষক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মশাল মিছিলটি শহরের রাজাবাড়ি রাস্তা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজাবাড়ি রাস্তার মোড় গোলচত্তরে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম জহির, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আব উব্দুল্লাহ আল মামুন রতন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন। এসময় মশাল মিছিলে ফরিদপুর মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা একে আজাদকে নির্বাচনের গণসংযোগের নামে “পতিত স্বৈরাচার সরকারের দোসরদের পুনর্বাসনের কাজে” লিপ্ত থাকার অভিযোগ করেন। তারা আরও বলেন, একে আজাদের গাড়ি বহরে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মিথ্যাচার করা হয়েছে, যা তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সমাবেশে একে আজাদের বিরুদ্ধে নানা স্লোগানও দেওয়া হয়।

উল্লেখ্য, গত রোববার সদর উপজেলার পরমানন্দপুর বাজারে এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী একে আজাদ নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান। তখন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন। এসময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশের সহায়তায় একে আজাদের গাড়ি বহর স্থান ত্যাগ করার সময় বহরে থাকা দুটি গাড়ির কাঁচ ভাঙচুরের শিকার হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow