ফরিদপুরে আরএসএম ট্রাভেলস অ্যান্ড টুরস-এর উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 3, 2025 - 15:15
 0  1
ফরিদপুরে আরএসএম ট্রাভেলস অ্যান্ড টুরস-এর উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফরিদপুরে হজ্ব যাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ‌'আরএসএম ট্রাভেলস অ্যান্ড টুরস'। হজ্জ লাইসেন্স নম্বর ১১১০-এর আওতায় শনিবার (৩ মে) শহরের ঝিলটুলি এলাকার স্বপ্ন ছোঁয়া কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে পবিত্র হজ্বের নানা বিধি-বিধান, আমল ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূল বক্তব্য উপস্থাপন করেন আরএসএম ট্রাভেলস অ্যান্ড টুরস-এর স্বত্বাধিকারী এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর ঢাকা জোনাল কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম মোল্লা।

এছাড়া বক্তব্য রাখেন শাহ ফরিদ জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ, নুর ফাউন্ডেশন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান, চকবাজার জামে মসজিদের ইমাম মাওলানা এনামুল হাসান, সমাজসেবক শাহিন চৌধুরী এবং হাফেজ মাদানী হাসান প্রমুখ।

প্রশিক্ষণে ফরিদপুর জেলার প্রায় ৭০ জন হজযাত্রী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, হজে যাওয়ার পূর্বে এমন প্রশিক্ষণ যাত্রীদের মানসিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত করতে সহায়তা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow