পিরোজপুর শহরের ভাড়ানি খাল পুনঃখনন ও উচ্ছেদ অভিযান শুরু

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
May 3, 2025 - 15:09
 0  2
পিরোজপুর শহরের ভাড়ানি খাল পুনঃখনন ও উচ্ছেদ অভিযান শুরু

পিরোজপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত ভাড়ানি খাল পুনঃখননের কাজ ও খালপাড়ের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। শুক্রবার (০২ মে) সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় এই কার্যক্রম শুরু হয়। ম্যালেরিয়া পুল এলাকা থেকে অভিযানের সূচনা হয় বলে নিশ্চিত করেছে প্রশাসন।

জানা গেছে, পৌর ভূমি অফিসের পাশ থেকে শুরু হয়ে সাধনা পুল, শেখপাড়া, পাড়েরহাট সড়ক হয়ে বড়পোল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এবং ২২ ফুট প্রস্থের এই খালের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। খালের ওপর অপরিকল্পিতভাবে নির্মিত ছোট ছোট ব্রিজ, কালভার্ট এবং পানির পাইপলাইনের কারণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। এর ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, আর খালটি পরিণত হয়েছে ময়লার স্তুপে।

অভিযানে অংশ নিয়ে খালের দুই পাশের পাকা ও অস্থায়ী অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। ইতোমধ্যে কিছু পাকা স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

পিরোজপুর সদর সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আল-আমিন জানান, “ভাড়ানি খাল পরিমাপের জন্য পূর্বে একটি সার্ভে পরিচালিত হয়েছিল। সেই সার্ভের ভিত্তিতেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। খালের দুই পাশে যারা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন, তাদের মাইকিংয়ের মাধ্যমে সরিয়ে নিতে বলা হয়েছে। যেসব স্থাপনা এখনো সরানো হয়নি, সেগুলোও উচ্ছেদ করা হবে।”

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, “পিরোজপুর শহরের এই খালটি এক সময় গুরুত্বপূর্ণ নৌপথ ছিল। খালের পুনঃখনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দাবিটি শহরবাসীর দীর্ঘদিনের। এক সময় এই খালে বড় নৌকা চলত, মানুষ যাতায়াত ও পণ্য পরিবহন করত। কিন্তু বর্তমানে ময়লা ও পলিথিন ফেলার কারণে খালটি ভরাট হয়ে গেছে। রাজনৈতিক মহল, স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র সমাজ ও এলাকাবাসীর সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে সরকারি বরাদ্দ ছাড়াই এই কাজ শুরু হয়েছে। পরবর্তীতে সরকারি প্রকল্পের আওতায় খালটি সম্পূর্ণভাবে পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে।”

পৌরবাসীর আশা, পরিকল্পিতভাবে খালটি খনন ও সংস্কার করা হলে এটি পূর্বের নাব্যতা ফিরে পাবে এবং শহরের জলাবদ্ধতা দূর হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow