আশুলিয়ায় ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে আশুলিয়া থানার বাদাইল পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আঃ মুত্তালিব ও তার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আজম মোল্লা (৪৮)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পাথরঘাটা (পাথার গ্রাম) এলাকার মোঃ বাদশা মোল্লার পুত্র। বর্তমানে তিনি সাভার উপজেলার কলমা এলাকায় মুড়ি ফ্যাক্টরির পশ্চিম পাশে বসবাস করতেন।
অভিযানের সময় আজম মোল্লার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ