আশুলিয়ায় ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Aug 30, 2025 - 21:23
 0  2
আশুলিয়ায় ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা জেলা উত্তর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার (৩০ আগস্ট) বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকার নবীনগর চন্দ্রা মহাসড়কে ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। তারা বাইপাইল বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করে আশুলিয়া থানার কেন্দ্রীয় মসজিদের সামনে প্রদক্ষিণ শেষে আবার বাইপাইল ত্রীমোড় সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় লেনে ৩০ মিনিট ধরে যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা ও চন্দ্রা মহাসড়ক ব্লকেডের আল্টিমেটাম দেন। এছাড়া বক্তারা জাতীয় পার্টি জাপাসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

বিক্ষোভ চলাকালে ‘আপা গেছে যেই পথে’, ‘জাপা যাবে সেই পথে’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান প্রদান করা হয়।

এসময় কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত হোসেন ফরহাদ, ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি অর্নব কুমার শীর্ষেন্দু, অ্যাডভোকেট রিপনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow