তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আলফাডাঙ্গায় বিএনপির কর্মী সভা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Aug 30, 2025 - 21:28
 0  6
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আলফাডাঙ্গায় বিএনপির কর্মী সভা

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের  দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ৪নং ওয়ার্ড বিএনপি এই সভার আয়োজন করে। টগরবন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন (ঝুনু) মিয়া অনুপস্থিত থাকায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোসবুর রহমান খোকন। তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, "গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধ।"

সভায় প্রধান বক্তা হিসেবে সৌদিআরব শাখা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. আজিজুর রহমান আজিজ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ, এবং আরও অনেকে।

৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে পরিচালিত এই সভায় টগরবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, আলফাডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরব আলী সরদার, এবং আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজিম আহমেদও বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে একটি নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। কর্মী সভার সার্বিক পরিচালনায় ছিল ৪নং টগরবন্দ ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা নজরুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow