কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের নেতৃত্বে পিয়াস-গালিব

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Aug 31, 2025 - 10:32
 0  4
কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের নেতৃত্বে পিয়াস-গালিব

কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচ এম পিয়াস এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের  শাহিনুল ইসলাম গালিব। 

শনিবার (৩০ আগস্ট) পূর্ববর্তী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন জনসংযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ সিদ্দিকী।

নবনিযুক্ত সভাপতি এইচ এম পিয়াস বলেন, আমাদের পরিকল্পনা হলো—শুধু ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন নয়; এর পাশাপাশি বাস্কেটবল, হ্যান্ডবল, অ্যাথলেটিক্স এবং হলভিত্তিক টুর্নামেন্ট চালু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাবনা পেশ করবো। এর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হলো প্রতিবছর সময়মতো সকল খেলার টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজন করা এবং একটি সুনির্দিষ্ট ক্রীড়াবর্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা। সর্বোপরি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলতেই আমরা কাজ করে যাবো।

উল্লেখ্য,  বর্তমান কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow