মঠবাড়িয়ার সাবেক এমপি ডা. রুস্তম আলী ফরাজীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 23, 2025 - 20:00
 0  5
মঠবাড়িয়ার সাবেক এমপি ডা. রুস্তম আলী ফরাজীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক কামাল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক সোয়েব সামস্ শওকত, কাওসার মল্লিক, নুরুন্নবী, সওগাতুল আলম সগীর, আবু হানিফ মাতুব্বর প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিরীহ ছাত্র ও জনতার ওপর হত্যাযজ্ঞের পেছনে ডা. রুস্তম আলী ফরাজীর ভূমিকা ছিল। তারা বলেন, তথাকথিত ‘যুদ্ধাপরাধ বিল’ সংসদে উত্থাপন করে তিনি আলেম-ওলামা ও ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। এছাড়া ভোটাধিকার হরণ, রাতের ভোট ও দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ এনে বক্তারা তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow