বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের এক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্তসহ সহযোগীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজয়নগর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র নেতৃত্বে এসআই নাফিজুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স উপজেলার ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের রানওয়ে বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিষ্ণুপুর রানওয়ে বাজারের পূর্ব পাশে এমদাদুল হক নামে এক ব্যক্তির মিশ্র ফলের বাগানের সামনের রাস্তা থেকে গাঁজার একটি বড় চালান উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কালাছড়া (পশ্চিম) গ্রামের শাহ আলমের ছেলে মাসুম মিয়া (২৪) এবং তার অজ্ঞাতনামা ১/২ জন সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে, এসআই নাফিজুল ইসলাম উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত মাদকদ্রব্য থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় মাসুম মিয়াকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ১/২ জনকে আসামি করে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
What's Your Reaction?






