ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Oct 21, 2025 - 19:40
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার শত বছরের পুরনো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন কর্মসূচী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মুত্তাকিম, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ, টানবাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুরাদ, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সড়ক বাজারের ব্যবসায়ী কমলালয়ের স্বত্বাধিকারী আশিষ পাল এবং সবজি ও চাল মহালের সিনিয়র সহ-সভাপতি মোঃ কালাম।

বক্তারা বলেন, আনন্দ বাজার জেলা শহরের ঐতিহ্যবাহী বাজার, যা শত বছরের বেশি পুরনো। এই বাজারের পুরনো বাঁশ বাজারে প্রায় ২১ শতাংশ খাস জমি রয়েছে। কয়েক বছর আগে শহরের যানজট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ বাজারসহ আশপাশের বাজারের ব্যবসায়ীরা এই স্থানটি মালামাল লোড-আনলোডের জন্য ব্যবহার করে আসছেন। এই জায়গা ছাড়া ব্যবসায়ীদের ট্রাক, কাভার ভ্যান ও পিকআপে মালামাল ওঠানো-নামানোর কোনো বিকল্প নেই।

সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০.৯৪ শতাংশ খাস জমি ৩৩ জনের নামে বন্দোবস্ত দেওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বক্তারা দ্রুত সময়ে বন্দোবস্ত বাতিলের দাবি জানিয়ে বলেন, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া সাংবাদিকদের জানান, “খাস খতিয়ানের জায়গাটি ৩৩ জনের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে। উত্তেজনার কারণে ৩৩ জনের নাম প্রকাশ করা হচ্ছে না। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, “বাজার শ্রেণির হাট পেরিফেরিভূক্ত জায়গা। সরকারি খাস খতিয়ানভূক্ত বাজারের এই জায়গা বন্দোবস্ত দেওয়ার মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি করা হয়েছে। হাট বাজারের জায়গা ট্রাক রাখার জন্য বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এছাড়া ঝুলানো সাইনবোর্ড ভাঙার ঘটনায় ইউএনওকে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।”

মানববন্ধনের আগে শহরের আনন্দ বাজার, টান বাজার, জগৎ বাজার, সড়ক বাজার, নিউ মার্কেট, চাউল বাজার ও সবজি বাজারের ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow