ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশে ফিরবেন তারেক রহমান - হাজী এম এ কালাম মাদবর

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Oct 24, 2025 - 21:01
 0  14
ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশে ফিরবেন তারেক রহমান - হাজী এম এ কালাম মাদবর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার আশুলিয়ায় ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি।

ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে এবং ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এম এ কালাম মাদবরের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ইয়ারপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নরসিংহপুর, নিশিন্তপুর, হাজী মার্কেট, সোনামিয়া মার্কেট, মানিকগঞ্জ পাড়া, হামীম গ্রুপের ৩নং গেইট, বিপুল ভিলা, অন্ধ কলোনী, শারমিন গেইট ও হিন্দু পাড়া এলাকার প্রতিটি বাড়ি, দোকান এবং সাধারণ মানুষের মাঝে এই লিফলেট পৌঁছে দেওয়া হয়।

এ সময় মহিলা দলের সদস্যরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে অত্যন্ত সক্রিয়ভাবে প্রচারণা চালান। এর আগেও কয়েক দফায় সাধারণ মানুষকে ৩১ দফা সম্পর্কে সচেতন করতে একই ধরনের কর্মসূচি পালন করা হয়েছিল বলে জানা যায়।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ লোকমান হোসেন, মোঃ রেজাউল হক মিয়া, ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মোঃ কামরুল মাদবর, রাসেলসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এম এ কালাম মাদবর বলেন, "তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলমান। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন, ইনশাআল্লাহ।" তিনি আরও বলেন, "দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অর্থনৈতিক মুক্তি এবং আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।"

আসন্ন নির্বাচন পর্যন্ত তাদের এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow