মহম্মদপুরে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের পথসভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Oct 22, 2025 - 14:35
Oct 22, 2025 - 14:36
 0  6
মহম্মদপুরে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের পথসভা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে যুবদলের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের নবনগর নাট মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বিএনপি’র ৯নং ওয়ার্ড সভাপতি তাজেল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং যুবদল নেতা শেখ শাহানুর আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মোঃ সোহরাফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সকল ভেদাভেদ ভুলে দলের মনোনীত প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি জোরালো আহ্বান জানান তারা।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow