মহম্মদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Oct 23, 2025 - 18:08
 0  5
মহম্মদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব মহম্মদপুরের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম হীরা। সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সদস্য মো. রেজাওয়ানুর রহমান রাসেল এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কৃষক দলের সহ-সামাজিক বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সহ-সভাপতি মো. মশিউর রহমান রিংকু, পৌর মহম্মদপুর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. এহসানুল হক পলাশ এবং জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান।

মহম্মদপুরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন- দিদার হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা কৃষক দল), সজিবুল ইসলাম সজীব (যুগ্ম সাধারণ সম্পাদক), সৈয়দ আজাদ আলী (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), মো. মিলন মিয়া (ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক), মো. রবিউল ইসলাম রনি (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), মো. জাহিদুল ইসলাম (পাঠাগার বিষয়ক সম্পাদক) এবং মমিনুর রহমান (সদস্য, জেলা কৃষক দল)।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নবনিযুক্ত নেতৃবৃন্দ সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow