ফরিদপুরে স্বাস্থ্যসেবা সংক্রান্ত অভিযোগ শুনানি অনুষ্ঠিত
ফরিদপুরে সেবা গ্রহীতাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত অভিযোগ শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে এ শুনানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়। প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা. শরিফুল ইসলাম, ফরিদপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন বাবর, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ‘এসো জাতি গড়ি’ এনজিওর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, জেলা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী তানিয়া ইসলাম এবং নিরাপদ সড়ক আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু।
এ ছাড়া কাজী জেবা তাহসিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
শুনানিতে সেবা গ্রহীতারা জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সমস্যা, অনিয়ম ও ভোগান্তির বিষয় তুলে ধরেন। এসব সমস্যা নিরসনে সিভিল সার্জনের হস্তক্ষেপ ও কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান উপস্থিতদের বক্তব্য মনোযোগসহ শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবার অংশগ্রহণ ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ