মঠবাড়িয়ায় কিশোর ইজিবাইক চালক অপহরনের ঘটনায় থানায় জিডি

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 23, 2025 - 16:46
 0  2
মঠবাড়িয়ায় কিশোর ইজিবাইক চালক অপহরনের ঘটনায় থানায় জিডি

পিরোজপুরের মঠবাড়িয়ায় হৃদয় (১৭) নামে এক কিশোর ইজিবাইক চালককে গাড়িসহ অপহরণ করার অভিযোগে পরিবার থানায় জিডি করেছেন। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ হওয়ার ঘটনায় গত ০৩ দিনেও তার কোন খোঁজ না মেলায় হৃদয়ের পরিবার তাকে অপহরণের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। অপহৃত হৃদয় উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে সে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেন। এ সময় অপর প্রান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তি  ফোন রিসিভ করে ইজিবাইক চালক হৃদয়ের মুক্তিপণ দাবি করে। অপহরণের ঘটনায় হৃদয়ের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানা পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হালিম জানান, নিখোঁজ ওই কিশোর ইজিবাইক চালকের পরিবার মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। পুলিশ তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow