দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের আবির্ভাব উৎসবকে ঘিরে কাউখালীতে প্রস্তুতিমূলক সভা

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 23, 2025 - 16:16
 0  2
দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের আবির্ভাব উৎসবকে ঘিরে কাউখালীতে প্রস্তুতিমূলক সভা

পিরোজপুরের কাউখালীতে  দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের ১৩৪ তম আবির্ভাব উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টা ৩০ মিনিটে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আয়োজনে কাউখালী আশ্রম প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি ও আশ্রম অধ্যক্ষ জগন্নাথানন্দ সরস্বতী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

 বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল)সাবিহা মেহেবুবা, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ,কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান, অধ্যক্ষ পরিমল কর্মকার, কেন্দ্রীয় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক ভজন দাস, সহ সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, পলাশ সজ্জল ও লিটন কৃষ্ণ কর।

প্রধান অতিথি পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, কাউখালীতে আগামী ৬ নভেম্বর থেকে পাঁচ দিন ব্যাপী বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আবির্ভাব উৎসব অনুষ্ঠান শান্তি-শৃঙ্খলা ও কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow