পিরোজপুরের কালিগঙ্গা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী গ্রামের কালিগঙ্গা নদীতে দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বাইচ শুরুর আগেই শিশুসহ নানা বয়সীর মানুষের ভিড়ে নদীর দুই পাড় লোকে লোকারণ্য হয়ে ওঠে। দীর্ঘ প্রতীক্ষার পর এই আয়োজন দেখতে জেলার বাইরে থেকেও হাজারো মানুষ এসে ভিড় জমায়।
হিন্দু ধর্মালম্বীদের উৎসব কালী পূজার পরের দিন দশহোরাকে কেন্দ্র করে বুধবার (২২ অক্টোবর) বিকেলে আয়োজন করা হয় এই নৌকা বাইচ প্রতিযোগিতা।
বর্ষা মৌসুমের অন্যতম উৎসব নৌকা বাইচ কালের বিবর্তনে খাল, বিল, নদী শুকিয়ে যাওয়ায় ধীরে ধীরে প্রায় বিলুপ্তির পথে। এক সময় এই নদীতে নিয়মিত নৌকা বাইচ হলেও এখন তা বিরল। বই পত্রিকা থেকে এই বাংলার ঐতিহ্যের কথা জানলেও সরাসরি দেখার সুযোগ পায়নি বর্তমান প্রজন্ম। নৌকা বাইচ প্রতিযোগিতায় চারটি নৌকা অংশগ্রহণ করে।
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান বলেন,গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আমাদের অতীতের কথা স্মরণ করিয়ে দেয়। মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমাদের এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজনের।
স্থানীয় দর্শনার্থী আকলিমা বেগম বলেন, আমি আমার পরিবারের সকলকে নিয়ে এই নৌকা বাইচ দেখতে এসেছি। আসলেই এটি একটি মনোমুগ্ধকর আয়োজন ছিল। এ ধরনের আয়োজন প্রতিবছর করলে বিনোদনের জন্য খুব ভালো হবে।
নাজিরপু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ আল মাহমুদ ভূইয়া বলেন, এ ধরনের আয়োজন গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমাদের আয়োজনটি সম্পন্ন হয়েছে এবং এখানে গোয়েন্দা সংস্থা সহ পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করতেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ