পিরোজপুরে জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপিত

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Oct 23, 2025 - 15:16
 0  6
পিরোজপুরে জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপিত

"৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে" এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় পার্টির (এরশাদ) উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে শহরের সিআই পাড়া সড়কে জাতীয় সাংবাদিক সংস্থার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. বশির আহম্মেদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের সিনিয়র সদস্য তৌনিক উল হক, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ওমর ফারুক নান্না, নাজিরপুর উপজেলা সভাপতি রিয়াজুল ইসলাম এবং কাউখালী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল।

সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের প্রতীক। দেশের উন্নয়ন এবং পল্লী পুনর্গঠনে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। বক্তারা দেশের উন্নয়নে এরশাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক হাওলাদার, যুব সংহতির সদর উপজেলা সভাপতি আব্দুল কাউম শেখ, জেলা জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব আলামিন খান, জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি নুপুর আহমেদ এবং সম্পাদক লায়লা বেগম।

অনুষ্ঠানে বক্তারা দলের দুর্দিনের কর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow