খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা এলাকায় পূজা দেখতে গিয়ে এক ত্রিপুরা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত চারজনের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতের এই ঘটনায় বুধবার সন্ধ্যায় অভিযুক্ত দুইজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী সোমবার রাত সাড়ে দশটার দিকে স্থানীয় অযোধ্যা কালী মন্দিরে এক আত্মীয়ের সাথে পূজা দেখতে গিয়েছিল। এসময় অভিযুক্ত চার যুবক তাকে কথা বলার ছলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অবশেষে বুধবার বিকেলে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুই অভিযুক্তকে আটক করে।
আটককৃতরা হলো- রনি বিকাশ ত্রিপুরা (৩২), পিতা- অরুন বিকাশ রোয়াজা এবং ডেটল বাবু ত্রিপুরা (১৭), পিতা- আনি রঞ্জন ত্রিপুরা। পলাতক বাকি দুই আসামি হলো- সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২)।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ভুক্তভোগীর বোন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
What's Your Reaction?
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ