বোয়ালমারীতে দৈনিক ভোরের চেতনার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 16, 2025 - 12:54
 0  4
বোয়ালমারীতে দৈনিক ভোরের চেতনার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরের বোয়ালমারীতে যথাযথ মর্যাদায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার (২৭তম) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালমারী সংবাদদাতা মো. রবিউল ইসলামের উদ্যোগে, স্থানীয় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

এসময় বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক  এড. কোরবান আলী তার বক্তব্যে বলেন, ভোরের চেতনা পত্রিকার স্থানীয় প্রতিনিধি রবিউল ইসলাম নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
 এর আগে এভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হলেও  এটা একটি ভিন্ন আঙ্গিকে জাঁকজমকপূর্ণ ভাবে হয়েছে। যা প্রশংসনীয় স্থাপন করেছে।

বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বলেন, ভোরের চেতনা দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোর একটি, যা প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। স্থানীয় সংবাদদাতা রবিউল ইসলাম বোয়ালমারীর সাংবাদিকতা জগতে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছেন, যা স্থানীয় গণমাধ্যম অঙ্গনে ইতিবাচক প্রভাব রাখছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, বোয়ালমারী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক খান মুস্তাফিজুর রহমান  সুমন অর্থ সম্পাদক জাকির হোসেন,জাগো নিউজ প্রতিনিধিঃ এন কে বি নয়ন, যায়যায়দিন প্রতিনিধী দীপঙ্কর অপু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমির চারু বাবলু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, বি-বার্তা প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, খোলা কাগজ জেলা প্রতিনিধি সনৎ চক্রবর্তী, সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, আজকের বাংলা প্রতিনিধি মুকুল বোস, কালের খেয়া প্রতিনিধি টুটুল বসু ও সংবাদ প্রবাহ প্রতিনিধি ইমরান মোল্যা প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow