সৎ নেতৃত্বে বদলে যাচ্ছে সদরপুর উপজেলা প্রশাসন

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
May 6, 2025 - 15:12
 0  5
সৎ নেতৃত্বে বদলে যাচ্ছে সদরপুর উপজেলা প্রশাসন

সাধারণ মানুষের কাছে প্রশাসনের প্রতি অভিযোগের যেমন অন্ত নেই, তেমনি কিছু ব্যতিক্রমী কর্মকর্তা আস্থা ফিরিয়ে আনেন জনগণের। ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা তেমনই এক ব্যতিক্রমী উদাহরণ। দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যে সততা, মানবিকতা ও নিষ্ঠার মাধ্যমে বদলে দিয়েছেন পুরো উপজেলার প্রশাসনিক চিত্র। অর্জন করেছেন মানুষের ভালোবাসা ও প্রশংসা।

২০২৪ সালের ১১ ডিসেম্বর সদরপুরে ইউএনও হিসেবে যোগ দেন জাকিয়া সুলতানা। যোগদানের পরপরই শুরু করেন দুর্নীতিবিরোধী অভিযান ও জনমুখী কার্যক্রম। সরকারি-বেসরকারি দপ্তরে ফেরান শৃঙ্খলা ও স্বচ্ছতা। জনভোগান্তি কমে এসেছে, সেবা হয়েছে গতিশীল।

কার্যালয়ের গণ্ডিতে না থেকে চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দেন প্রশাসনিক তৎপরতা। বাল্যবিয়ে, ইভটিজিং ও পারিবারিক নির্যাতনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে নেন তাৎক্ষণিক পদক্ষেপ। শিক্ষাপ্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শনের মাধ্যমে ফিরিয়ে আনেন নিয়মশৃঙ্খলা। নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন শিক্ষা উপকরণ।

তার এই কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন'সহ বিভিন্ন সংগঠন তাকে ফুল দিয়ে সম্মাননা জানিয়েছে। স্থানীয়রা বলছেন, তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, একজন মানবিক নেতা।

সদরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাব্বির হাসান ও সাধারণ সম্পাদক এস. এম. আলোমগীর হোসেন বলেন, "তিনি মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলেন আন্তরিকভাবে। তাই মানুষ তাকে আপনজন মনে করে। অফিস সময় জানে না, তবু ফোন করে নিজের সমস্যা জানান—এটাই তার প্রতি ভালোবাসার প্রমাণ।"

ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, ইউএনও জাকিয়া সুলতানার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে শতভাগ প্রকল্প বাস্তবায়ন, অভিযোগ নিষ্পত্তি বৃদ্ধি, শিক্ষা খাতে অগ্রগতি, সরকারি জমি উদ্ধারে কার্যকর অভিযান, মানবিক সহায়তা বিতরণ, বাল্যবিয়ে প্রতিরোধে সফল টাস্কফোর্স গঠন এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা।

তবে এই সাফল্যের কৃতিত্ব এককভাবে নেন না ইউএনও জাকিয়া সুলতানা। তিনি বলেন, “সদরপুরকে একটি আধুনিক, নাগরিকবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই অগ্রগতির পেছনে রয়েছে সদরপুরের জনগণ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow