আত্রাইয়ে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলার দ্বীপ-চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ‘সহজ কোরআন শিক্ষা’ বিষয়ক সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সদস্য ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা কর্মকর্তা মো. আকবর হোসেন। তিনি তাঁর বক্তব্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে এ ধরনের শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই।” তিনি অভিভাবকদের উদ্দেশে সন্তানদের নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রমে পাঠানো ও বাড়িতে অনুশীলনে সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মাওলানা মো. মাসুম বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহাগোলা ও কালিকাপুর ইউনিয়ন কেন্দ্র পরিদর্শক মো. রেজাউল করিম, হাটকালুপাড়া ও আহসানগঞ্জ ইউনিয়ন কেন্দ্র পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সাংবাদিক মো. ওমর ফারুক, মো. আব্দুল মজিদ মল্লিক, মো. এমরান মাহমুদ প্রত্যয়, রাসাদুদ জামান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৩ জন শিক্ষার্থীর মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয় এবং আত্রাই উপজেলায় কর্মরত চারজন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়।
What's Your Reaction?






