অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চালক দোলোয়ার হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে আউলিয়া বাজার সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মানববন্ধনে পাহাড়পুর ইউনিয়নের সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
১৭ নভেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলার আউলিয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এক ঘন্টা ব্যাপী আখাউড়া -হরষপুর সড়কের যানচলাচল বন্ধ ছিলো।
মানববন্ধনে মানিক খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিজাম খাঁ, পারভেজ ফকির, মোঃ রিপন মিয়া, সাইফুল ইসলাম চৌধুরী, আব্দুল হক, শাহাবুদ্দিন, আব্দুল মতিন প্রমুখ।
বক্তারা জানান, নিহতের বাড়ি সীমান্তে অবস্থিত হওয়ায় তাহার কারনে মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে মাদকের চালান পাড়াপাড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার আক্রোশ থেকে অটোরিকশা ও মোটরসাইকেলে ধাক্কা লাগার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন (৪০) কে পিটিয়ে হত্যার করা হয়েছে। তাই এই হত্যাকান্ড সহ অধিকাংশ অপরাধ মাদকের জন্য সৃষ্টি হচ্ছে বলে তারা জানান।
নিহত দেলোয়ার হোসেন এর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন নিহতের ভাই মোঃ সেলিম মিয়া ও ছেলে মুন্না।
এসময় সকল বক্তারা মানববন্ধন থেকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যার জন্য বিল্লাল মিয়া ও আব্দুল হকের ফাঁসি দাবী করেন।
উল্লেখ, গত ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে বিল্লাল মিয়ার কনফেকশনারি দোকানের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেলে দেলোয়ারের অটোরিকশা ধাক্কা লাগে। বিষয়টি দেখতে পেয়ে বিল্লাল মিয়া তার দোকান থেকে এসে লাঠি দিয়ে দেলোয়ারের শরীরে এলোপাতাড়ি আঘাত করে। এতে দেলোয়ার গুরুতর আহত হলে তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ