বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের নো পে নো প্রমোশন কর্মসূচি অব্যাহত
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে ‘নো পে নো প্রমোশন’ কর্মসূচি অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করা হয়। প্রভাষক পরিষদ ফরিদপুর জেলা ইউনিটের আহ্বায়ক মোহাম্মদ হাসিব মৃধার সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওসমান মোল্লা, সদস্য সচিব, প্রভাষক পরিষদ, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা; বাবুল তালুকদার, যুগ্ম আহ্বায়ক, প্রভাষক পরিষদ ও অর্থনীতি বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ; মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক, প্রভাষক পরিষদ ও ব্যবস্থাপনা বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ; এবং শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক, প্রভাষক পরিষদ, ফরিদপুর জেলা শাখা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু ৩৭তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এখনও পর্যন্ত কোন পদোন্নতি না পেয়ে চরম বঞ্চনার শিকার হচ্ছেন। একই ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেয়ে সিনিয়র হয়ে গেছেন, অথচ প্রভাষকরা দীর্ঘ ১২ বছর একই পদে কর্মরত থেকে কোনো প্রমোশন পাননি। নতুন সরকারও এ ইস্যুতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। দাবিগুলো দ্রুত পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার প্রভাষক পরিষদের সদস্যরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রাঙ্গণে ‘নো প্রমোশন নো ওয়ার্ক’ শীর্ষক অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানা যায়। এ সময় তারা তিন দফা দাবি তুলে ধরেন— দ্রুত প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন জারি করা, ২০০০ বিধির কলেজসমূহের জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভুক্তির নিয়মিতকরণ সংক্রান্ত সব অবৈধ প্রজ্ঞাপন বাতিল করা, এবং বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ