কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)–এর ৩৫০ জন শিক্ষার্থী বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জেনেছেন। কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বিএসপিআই সিভিল উড (পূর্ব) ভবনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ব্লাড ব্যাংকের সভাপতি সুগত তঞ্চঙ্গ্যা, প্রতিষ্ঠাতা বীর কুমার তঞ্চঙ্গ্যা এবং বিএসপিআই বিভাগের প্রধান প্রকৌশলী রহমত উল্লাহ।
বক্তারা বলেন, রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন” শিক্ষার্থীদের মানবিক চেতনা জাগ্রত করার পাশাপাশি রক্তদানে উদ্বুদ্ধ করবে। মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে বিএসপিআই–এর সব বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া কাপ্তাই ব্লাড ব্যাংকের যুগ্ম সাধারণ সম্পাদক সুবিকাশ তঞ্চঙ্গ্যা, কোষাধ্যক্ষ সোহেল তঞ্চঙ্গ্যা, কার্যনির্বাহী সদস্য অপু তঞ্চঙ্গ্যা, মিস মনিকা তঞ্চঙ্গ্যা, মেডিকেল টেকনোলজিস্ট ইমু তঞ্চঙ্গ্যা ও মিস তিথি চাকমা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতা করেন ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার অরুণ তালুকদার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সার্ভেইল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা।
এ আয়োজনকে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন অতিথিরা।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ