উৎসবমুখর পরিবেশে শালিখার আড়পাড়া মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মাগুরার শালিখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আড়পাড়া মহিলা কলেজে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মো. ইমদাদুল হক টিকু। তিনি নবাগত শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব মো. বাহারুল ইসলাম। এছাড়াও নবাগতদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলী হাসান এবং একই প্রতিষ্ঠানের সিনিয়র ইংরেজি শিক্ষক মো. মাসুদুর রহমান।
কলেজের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মো. মনিরুজ্জামান, অধ্যাপক মো. আতাউর রহমান এবং অধ্যাপক মো. আজিম উদ্দিন। বক্তারা নবাগত শিক্ষার্থীদের কলেজ জীবনের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের সাফল্য কামনা করেন।
বক্তব্য পর্ব শেষে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষক ও ছাত্রীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। নতুন পরিবেশে এসে উচ্ছ্বাস প্রকাশ করে নবাগত শিক্ষার্থীরা।
What's Your Reaction?






