নোয়াখালীর চৌমুহনীতে ভেজাল আইসক্রীম তৈরীর কারখানা সিলগালা ও জরিমানা
বেগমগঞ্জে উপজেলা প্রশাসন এবং বিএসটিআই, আঞ্চলিক কার্যালয় এর সমন্বয়ে চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি অস্বাস্থ্যকর আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে সিল গালা ও জরিমানা করেছে। মঙ্গরবার বিকেলে এ অভিযান চালানো হয়।
জানা যায়, মঙ্গরবার বিকেলে চৌমুহনীতে মেসার্স রবিন সুপার আইসস্ক্রীম ফ্যাক্টরীতে অভিযান করে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত অস্বাস্থ্যকর কৃত্রিম রঙ, স্যাগারিন ও ক্যামিকেল মিশ্রিত আইসক্রিম তৈরি ও বিতরণ করায় বিএসটিআই আইন ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। একই সাথে বিএসটিআইয়ের লাইসেন্স নিয়ে নিয়ম কানুন মেনে আইসক্রীম তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদাত হোসেন। প্রসিকিউটিং অফিসার ছিলেন, নুরে আলম মোঃ ফিরোজ। অস্বাস্থ্যকর পরিবেশে কোন কাজের খবর পেলে সাথে সাথে অভিযান চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়।
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ