সদরপুরে মোবাইল কোর্ট অভিযানে ৪ বেকারি কে জরিমানা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Nov 11, 2025 - 18:55
 0  3
সদরপুরে মোবাইল কোর্ট অভিযানে ৪ বেকারি কে জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলার আড়াই রশি, চার রশি এবং সাড়ে সাত রশি এলাকার ৪টি বেকারীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

১১ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে আড়াই রশি, চার রশি এবং সাড়ে সাত রশি এলাকার ৪টি বেকারীতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড-কেক তৈরি এবং মোড়কের গায়ে পণ্যের বিক্রয় মূল্য, উৎ‍পাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৪টি মামলায় ৪জন বেকারী মালিককে মোট ৩০হাজার টাকা অর্থদণ্ড করা হয়।  
   
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্ট এ সদরপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow