নাজিরপুরে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুরে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে জাতীয় ইমাম সমিতি, নাজিরপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার চারখোলা তাহযীবুল উম্মাহ মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়।
জাতীয় ইমাম সমিতির উপজেলা সভাপতি আলহাজ্ব হাফেজ হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ইমাম সমিতির সেক্রেটারি হাফেজ মাওলানা জাকির হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা আমীর অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী মোসলেউদ্দিন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আবু হানিফ।
এ সময় জাতীয় ইমাম সমিতির উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ