নওগাঁর রাণীনগরে রবি মৌসুমের কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের জন্য কৃষি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, বোরো ধান, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর এবং অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও উন্নত জাতের বীজ বিতরণের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও আলমগীর হোসেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় উপজেলার ৫০০ জন কৃষককে গম, ৪ হাজার ২০০ জনকে সরিষা, ২০ জনকে সূর্যমুখী, ১০ জনকে চীনাবাদাম, ৩০ জনকে পেঁয়াজ, ৩০ জনকে মুগ এবং ২০ জনকে মসুর বীজ ও সার প্রদান করা হবে। উদ্বোধনী দিনে ১০০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। আগামী ১০ দিনের মধ্যে পর্যায়ক্রমে সকল তালিকাভুক্ত কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ