ফরিদপুরে মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুর জেলায় মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলার রাজস্ব সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানসহ সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে রাজস্ব আদায়ের সার্বিক চিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধ এবং দুর্নীতিমুক্ত থেকে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। ভূমি ব্যবস্থাপনার উপর মাঠ প্রশাসনের ভাবমূর্তি অনেকাংশে নির্ভরশীল উল্লেখ করে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। ভূমি উন্নয়ন করের লক্ষ্যমাত্রা অর্জন এবং আদায়ের অগ্রগতি বৃদ্ধিতে নিবিড়ভাবে তদারকি ও পরিদর্শনের মাধ্যমে ভূমি মালিকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ