কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মৎস্য অবমুক্তকরন
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দুপুর ১২ টায় নেতাকর্মীরা কাউখালী থানা পুকুরে মৎস্য অবমুক্ত করেন।
এর আগে উত্তর বাজার পুরাতন রাজস্ব ভবনের সামনে এক সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, যুবদল নেতা মাওলাদ হোসেন মইন।
এ সকল কর্মসূচিতে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ ও যুবদলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করবে।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ